নিউজিল্যান্ডকেই সেরা দল বলছেন আথারটন

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১২ নভেম্বর, ২০২১ at ৫:০৯ পূর্বাহ্ণ

কোনো আসর শুরুর আগে টপ ফেবারিট হিসেবে নিউজিল্যান্ডের নাম আসে কম সময়ই। কিন্ত বিশ্বসেরার মঞ্চে তাদের ধারাবাহিকতার তুলনা পাওয়া কঠিন। গায়ের পোশাক সাদা হোক বা রঙিন, গত কয়েক বছরে নিউজিল্যান্ড বরাবরই উজ্জ্বল। ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটনের মতে, কেন উইলিয়ামসনের দলই এই মুহূর্তে সব সংস্করণ মিলিয়ে সবচেয়ে শক্তিশালী দল। সাফল্যময় পথচলায় উইলিয়ামসনদের সবশেষ প্রাপ্তি প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে বুধবার প্রথম সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় ম্যাচ তারা জিতে নেয় ৫ উইকেটে। এই নিয়ে তিন সংস্করণেই আইসিসির সবশেষ তিনটি আসরের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারও টাই হওয়ায় বাউন্ডারি সংখ্যায় পিছিয়ে থাকায় রানার্স-আপ হয় কিউইরা। এরপর গত জুনে ভারতকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয় টেস্ট চ্যাম্পিয়নশপের প্রথম আসরে। এখন প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় কেবল তাদের এক ধাপ দূরে। এই তিন আসরের আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে খেলে ফাইনাল। এই বছরই আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার স্বাদ পায় কিউইরা নিজেদের ইতিহাসে প্রথমবার। নিউজিল্যান্ডে ক্রিকেট খুব জনপ্রিয় নয়। এমনকি শীর্ষ খেলার কাতারেও নেই। তাদের সীমাবদ্ধতা আছে আরও অনেক। তার পরও এমন সাফল্য তাদের জন্য অসাধারণ অর্জন বলে স্কাই স্পোর্টসের আলাপচারিতায় বললেন আথারটন। তিনি বলেন ক্রিকেটের সব সংস্করণেই তারা সত্যিই একটি অসাধারণ দল । তারা আরেকটি বিশ্বকাপের ফাইনালে উঠল। তারা ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি ছিল। তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল। সব সংস্করণ মিলিয়ে মানতেই হবে যে তারা এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দল। তাদেরকে অভিনন্দন। তাদের লোক সংখ্যা বেশি নয়, আর্থিক সামর্থ্য সীমিত। সবকিছু বিবেচনায় এটি দুর্দান্ত অর্জন এবং যা নিয়ে আমরা প্রায়ই কথা বলে থাকি।

পূর্ববর্তী নিবন্ধশারীরিক শিক্ষা কলেজে ব্যাডমিন্টন কোর্স সম্পন্ন
পরবর্তী নিবন্ধমালদ্বীপ ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ