মার্কেন্টাইল ব্যাংকের ১০৭ কোটি ৫০ লাখ ৪০ হাজার ৬২৬ টাকা আত্মসাতের মামলায় মেসার্স মাবিয়া শিপ ব্রেকার্সের মালিক মো. জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ফাতেমা বেগম মিলির বিরুদ্ধে ১৫ নভেম্বর পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এছাড়াও কেন তাদের বিরুদ্ধে স্থায়ী দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হবে না তা উক্ত সময়ের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এর আগে ব্যাংক কর্তৃপক্ষ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৭ সালে ১০৭ কোটি ৫০ লাখ ৪০ হাজার ৬২৬ টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স মাবিয়া শিপ ব্রেকার্স, মেসার্স জিলানি ট্রেডার্স ও মেসার্স ফাহিম স্টিল রি-রোলিং মিলস’র মালিক মো. জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মিলির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ব্যাংকটির মাদাম বিবিরহাট শাখা।












