মানুষের স্বার্থেই বন্যপ্রাণীকে সুরক্ষা দিতে হবে

কাপ্তাইয়ে উপজেলা নির্বাহী অফিসার

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

মানুষের স্বার্থেই বন্যপ্রাণীকে সুরক্ষা দিতে হবে। বন্যপ্রাণী সুরক্ষা পাচ্ছেনা বিধায় বন জঙ্গলে বসবাসের উপযোগী বিশালাকার বন্য প্রাণীগুলো প্রায় সময় লোকালয়ে চলে আসে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ আয়োজিত ‘বিশ্ব বন্যপ্রাণী দিবস’ পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এ কথা বলেন। কাপ্তাই প্রশান্তি পার্কে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও ছালেহ শোয়াইব খান। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ এবং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যপ্রাণীদেরকে বনে থাকার সুযোগ করে দিতে হবে। তারা যাতে প্রয়োজনীয় খাবার খেতে পারে সেই ব্যবস্থাও করে দিতে হবে। পশু পাখির খাবার যদি মানুষ খেয়ে ফেলে তাহলে তারা খাবে কি? আবার যদি বনের পশুদের আবাস স্থল মানুষ দখল করে তাহলে তারা যাবে কই? অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‌্যালি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে তিন লাখ টাকার চোরাই কাঠসহ কাভার্ডভ্যান জব্দ
পরবর্তী নিবন্ধঈদুল আজহায় একাই সিনেমা মুক্তি দিতে চান অনন্ত জলিল