মানুষের তাড়া খেয়ে পানিতে পড়ে মায়া হরিণের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ২২ মার্চ, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

মীরসরাইয় উপকূলে মানুষের তাড়া খেয়ে পুকুরে পড়ে একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে মীরসরাইয় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে একটি আহত মায়া হরিণকে বন বিভাগের কর্মকর্তারা নিয়ে আসেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, উপকূলীয় বন কর্মকর্তাগণ গুরুতর আহত মায়া হরিণটিকে নিয়ে আসার আগে পথেই সে মৃত্যুবরণ করেছে। হরিণীটির পেটে একটি বাচ্চা রয়েছে। বাচ্চাটিও আর বেঁচে নেই। মীরসরাইয় উপকূলীয় বনরেঞ্জের ডোমখালী বনবিট কর্মকর্তা রনি পারভেজ বলেন, অর্থনৈতিক জোন এলাকা থেকে ইছাখালীর হাফিজপাড়ায় চলে আসা মায়া হরিণটিকে সকাল থেকে গ্রামের কেউ কেউ তাড়া করছিল এমন খবর পাওয়া গেছে। অবশেষে আমরাও হরিটিকে উদ্ধারের চেষ্টা চালাই। সর্বশেষ গ্রামের একটি পুকুরে ঝাপ দিলে সেখানে সে গুরুতর আহত হয়। তবুও আমরা উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে নিয়ে এলে তিনি মৃত ঘোষণা করেন। হরিণটির বয়স প্রায় ৩ বছর হবে। ওজন হবে প্রায় ৩৫ কেজি। তার পেটে একটি বাচ্চাও ছিল বলে চিকিৎসক জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসেকান্দর হায়াত খানের ১০ম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধঅভয়ারণ্যের হরিণ ধরে জবাই, বাঁশখালীতে ৫ জনকে ৬ মাসের জেল