মানুষরূপী উইপোকা

তোষাদ রায়হান | বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

তারা মানুষরূপী উইপোকা
যারা বন্ধুকে দেয় ধোঁকা
গোপনে গোপনে করে ক্ষতি
সামনে এসে সাজে খোকা।

জীবন মরণ সামনে তারা
পিছে মারে ছোঁড়া
সুসময়ে তারা বন্ধু বটে
বিপদে দেয় না সাড়া।

সুযোগ পেলেই কুৎসা রটায়
তথ্য পাচার করে চুপিসারে
যার কাছে যায় তার হয়ে যায়
সব অভিনয় তারা পারে।

এসব বন্ধুদের মুনাফিক বলে
পরকালে তারা যাবে নিশ্চিত নরকে,
বন্ধু বানাও আবু বকর, ওমরের মত
তবেই যাবে স্বর্গে।

পূর্ববর্তী নিবন্ধসমাজ পরিবর্তনে তরুণদের দায়িত্ব নিতে হবে
পরবর্তী নিবন্ধনারীর কোনো সহজাত অযোগ্যতা নেই