মানুষকে ভালোবেসে ভালোবাসার মানুষে পরিণত হওয়ার নামই লায়নিজম

মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের ৪১তম চার্টার নাইট ও আজাদী সম্পাদকের সংবর্ধনা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের ৪১তম চার্টার নাইটের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পৃথিবীর সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাবের সদস্যরা সমাজের অবহেলিত মানুষের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করেন। পুরো পৃথিবীর আনাচে কানাচে কাজ করছেন হাজার হাজার লায়ন সদস্য। যারা এক একজন সমাজের ভাগ্য বিড়ম্বিত মানুষগুলোর স্বজন, আপনজন। লায়নিজমের বিশ্বে সূর্য অস্ত যায় না বলে উল্লেখ করে বক্তারা বলেন, চট্টগ্রামের লায়ন সদস্যরাও এই গর্বিত বিশ্বের উল্লেখযোগ্য অংশীদার।
গতকাল সোমবার হোটেল রেডিসন ব্লুতে লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের ৪১তম চার্টার নাইট এবং একুশে পদকপ্রাপ্ত সাবেক গভর্নর, স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের সেবার চেয়ে বড় কিছু নেই। এমন আনন্দের আর কোনো কাজ নেই। এই কাজের আনন্দ যারা পেয়েছেন তারা নিজের জীবনকে তুচ্ছ করে সমাজের ভাগ্যবিড়ম্বিত মানুষের পাশে দাঁড়ান। করোনাকালে চট্টগ্রামের লায়ন সদস্যরা যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
যারা এই কাজের মজা পেয়েছেন তাঁরাই লায়নিজম করেন। তাঁরাই মানুষকে ভালোবেসে নিজেরা পরিণত হয়েছেন ভালোবাসার মানুষে।
লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের প্রেসিডেন্ট লায়ন ফজলে করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, গভর্নর (ইলেক্ট) শেখ শামসুদ্দিন সিদ্দিকী, প্রথম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, কেবিনেট সেক্রেটারি লায়ন এসএম আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকী।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে সাবেক গভর্নর, দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, সাবেক গভর্নরদের পক্ষে পিডিজি লায়ন কামরুন মালেক, সিএলএফ চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাসিরউদ্দীন চৌধুরী বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন, চার্টার নাইট উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন এস এম আবু তৈয়ব। ধন্যবাদ জ্ঞাপন করেন লায়ন হাসান আকবর। লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন মাহমুদা করিম এবং লায়ন অধ্যাপিকা শামীমা হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, পিডিজি লায়ন আনোয়ার শওকাত আফছার, পিডিজি লায়ন কবির উদ্দিন ভুঁইয়া, পিডিজি লায়ন এস এম শামসুদ্দিন, পিডিজি লায়ন সিরাজুল হক আনছারী, পিডিজি লায়ন মোস্তাক হোসাইন, পিডিজি লায়ন মঞ্জুর আলম মঞ্জু, জিএমটি লায়ন হাছান মাহমুদ, জিএসটি লায়ন জি কে লালা, জিএলটি লায়ন মো. ওসমান গণি, এলসিএফ কোর্ডিনেটর লায়ন মোসলেহ উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রতি ৫ জনের একজন ভুগছেন উচ্চ রক্তচাপে
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা