মানসিক ভারসাম্যহীনদের মাঝে ভবঘুরে সংগঠনের মৌসুমী ফল ও বস্ত্র বিতরণ

| শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের জীবনমান উন্নয়ন ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে কাজ করা সংস্থা ভবঘুরে সংগঠনের উদ্যোগে বুধবার বিকেলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ভ্রাম্যমাণ মৌসুমী ফল ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আলমগীর বাদশার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উক্ত সংস্থার সদস্য সাদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের এসোসিয়েটিব প্রফেসর ডা. হোসেন আহমদ, লায়ন মোঃ ইব্রাহীম, সমাজকর্মী মোঃ একরাম, নাট্যশিল্পী মিজান, রিফাত, সমাজসেবক নুর মো. সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে অর্ধাহারেঅনাহারেঅনাদরে জীর্ণশীর্ণ রোগাক্রান্ত হয়ে পড়ে থাকা মানুষগুলোকে সেবাশুশ্রূষা দিয়ে ভালবাসা দিয়ে সুস্থ করে তুললে তারাও সুন্দর জীবন যাপন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিয়াকত স্মৃতি সংসদের সংবর্ধনা অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধস্বাধীনতা বিরোধী অপশক্তিকে মুক্তিযুদ্ধের আদর্শিক চেতনায় রুখতে হবে