মানসম্মত শিক্ষা প্রসারে সম্মিলিত প্রয়াস জরুরি

রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের সভায় বক্তারা

| মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

গ্রামে শিক্ষার্থীদের মাঝে এমন স্বপ্ন বুনে দিতে হবে যাতে তারা সেই স্বপ্নের বীজ নিজেদের মাঝে বপন করে নিজ তাড়নায় তা বাস্তবায়নে প্রাগ্রসর হয়। দারিদ্রতা কিংবা হীনম্মন্যতায় পর্যবসিত না হয়ে বরং নিজ নিজ সক্ষমতাকে কাজে লাগিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে নতুন প্রজন্মকে। স্বশিক্ষিত হয়ে নিজেদের গড়তে না পারলে দক্ষ মানবসম্পদ তৈরিও সম্ভবপর হবে না। রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘উচ্চ শিক্ষার পথে বাঁধা, উত্তরণে করণীয়’ শীর্ষক ভার্চুয়াল সভায় প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। ওয়েবিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব। সূচনা বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কলেজর প্রভাষক আহমদ ইমরানুল আজিজ। মূখ্য আলোচক ছিলেন মো নুরুল হক। প্যানেল আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, অধ্যাপক ড. মো. রাশেদুল আলম, ড. নওশাদ আমিন, অধ্যাপক খাজা বাহাউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্রে অপরাধ-দুর্ঘটনায় শাস্তির বিধান
পরবর্তী নিবন্ধআনভীরকে গ্রেপ্তার দাবিতে শাহবাগে সমাবেশ