প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসা–প্রশাসন বিভাগের বিবিএ ৪৬ ও ৪৭ তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল শনিবার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ব্যবসা–শিক্ষা অনুষদের প্রফেসর অমল ভূষণ নাগ। সভাপতিত্ব করেন ব্যবসা–শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর মোহাম্মদ মঈনুল হক।
প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা স্কুল, কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছো। তোমরা একটা বিশাল ক্ষেত্রে প্রবেশ করেছো। এখানে তোমরা বিশ্বের জ্ঞান অর্জন করবে।এখানে আরো বিস্তারিতভাবে বাণিজ্য সম্পর্কে পড়ার সুযোগ পাবে।
তিনি নবীন শিক্ষার্থীদের মানবসম্পদ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। উপ–উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা নবীন শিক্ষার্থীদের বলেন, বিবিএ–কে কেবল একটি সনদ বা ডিগ্রি হিসেবেই বিবেচনা করা যাবে না। তিনি বলেন, যে–কোনো সফল প্রযুক্তিতে প্রোডাকশন সাপ্লাই মার্কেটিং–এর ধারাবাহিক চক্রকে পার হতে হয়। কাজেই উন্নততর প্রযুক্তির বাস্তব প্রয়োগের নেপথ্যে রয়েছে ব্যবসা–প্রশাসনের চিন্তার প্রণালী।
সভাপতির বক্তব্যে ব্যবসা–শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর মোহাম্মদ মঈনুল হক নবীন শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তোমরা সুশিক্ষিত হলে অন্যরা তোমাদের ব্যবহার করতে পারবে না। বিভাগের শিক্ষক নাঈমা নাজনীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের শিক্ষক–শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।