মাদ্রাসা শিক্ষকের মৃত্যু, আহত ৮

পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনা

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাটের পরে পত্রিকাবাহী একটি মাইক্রো ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান উপজেলার খরনা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি আহমদ উল্লাহ (৩০)। তিনি চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এলাকার মওলানা হাফেজ আবদুল মান্নানের পুত্র। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪জন। এরা হলেন আবদুল মালেক (১৩), পারভেজ (১৬), আতাউর রহমান (১১), করিম উল্লাহ (১৮)। একইদিন সকালে মহাসড়কের আমজুর হাট এলাকায় হাইস গাড়ি ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে কাজল (৫০), ফারুক (২৪), মোজাফফর (৫৫) ও মো. মাসুম (২৬) নামে ৪ জন আহত হন। তাদের মধ্যে কাজল ও ফারুককে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ফাহিম উল্লাহ হাসান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম জানিয়েছেন, পৃথক দুটি দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে নিয়ে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধআইজিপির স্ত্রী পরিচয়ে প্রতারণার অভিযোগে দম্পতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবৈদ্যুতিক ফাঁদে মেরে বন্যহাতিকে মাটিচাপা চকরিয়ার হারবাং