মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবের এক সভা গত ২৯ ডিসেম্বর সংগঠনের সহ–সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ–সভাপতি মো. আসলাম হোসেন,সহ সভাপতি এডভোকেট মাহাবুব আলম, মো. জাহিদুর রহমান, মো. ইদ্রিস, মো. আলমগীর হোসেন রনি, মো. নাবেদুর রহমান মিজান,মো. হাশেম, আবদুল আজিজ, আফজালুর রহমান রবিন, মো. হোসেন, মামুন হোসেন, মো. কবির ও আমির হোসেন। এদিকে চট্টগ্রাম জেলা সমাজসেবা ও সিজেকেএস এর অনুমোদিত মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবের মাসব্যাপী সদ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১–৩১ জানুয়ারি শুরু হচ্ছে। প্রতিদিন সকালে ৯টা–রাত ৮টা পর্যন্ত ফরম নেওয়া যাবে। যোগাযোগ: এন কে মেডিকেল–০১৫১১৩৩৯৪৯৮,রবিন–০১৩০৩৮০২৪১০, হোসেন– ০১৯১৪৯৪২৯০০।