মাদরাসা শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখছে সরকার

কধুরখীলে সালানা জলসায় পেয়ারুল

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ৪৬ তম সালানা জলসা গতকাল রোববার দিদারুল ইসলাম মিলনায়তনে মাদরাসার গভর্নিং বডির সভাপতি এস এম আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারি অধ্যাপক মাওলানা ইলিয়াছ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মুজিবুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল খালেক আনোয়ারী, জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন, মোহাম্মদ এমরান, রফিক তালুকদার,প্যানেল মেয়র তারেকুল ইসলাম, আবদুল মোতালেব, জাহাঙ্গীর আলম, ওমর সেলিম, দিদারুল আলম।

বক্তব্য রাখেন শফিউল আলম নিজামী, এহছান উল্লাহ আলক্বাদেরী, অধ্যাপক ওবাইদুল হক তৈয়বী, প্রভাষক অলি উল্লাহ, আবু হানিফা সিদ্দিকি, মোছলেহ উদ্দিন সিরাজী, উম্মে কুলসুম, নাসির উদ্দীন, মীর জাহাঙ্গীর আলম, আমিন আলক্বাদেরী, আবু নাছের জিলানী, নুরুন্নবী, ফারহানা গাজী, রফিকুল ইসলাম, বেলাল হোসেন, সরওয়ার আলম, মাহফুজুল আলম, ইদ্রিস আরমান প্রমুখ। প্রধান অতিথি বলেন, সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।

সরকার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই দিয়ে আসছে। মাদরাসা শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করতে আইটিসি কোর্স চালু করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মাসিক সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে স্কাউটস সমাবেশ