রাঙামাটিতে সদ্য বদলি হয়ে আসা পুলিশ সুপার (এসপি) মীর মোদ্দাছেছর হোসেন বলেছেন, মাদকের সঙ্গে কোনো আপস নয়। এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গতকাল মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সাথে পলওয়েল পার্কে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসপি মোদ্দাছেছর বলেন, পার্বত্য অঞ্চলের কিছু মানুষের বাড়িতে চোলাই মদ তৈরি হয়। এ ব্যাপারে পুলিশ অবগত আছে। তবে সেই মদ যদি বাণিজ্যিকভাবে বিক্রি হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, রাঙামাটিতে ট্যুরিস্টদের জন্য অনেক আকর্ষণীয় স্থান রয়েছে। তাদের যেন মাদক দিয়ে আকৃষ্ট না করা হয়। এ সময় যেকোনো প্রয়োজনে পুলিশ সুপারের দরজা খোলা থাকবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার মঈন উদ্দীন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ উপস্থিত ছিলেন।