‘মাথার উপর আকাশ ছাড়া
আমাকে কেউ ভালবাসেনি’
আমি ছাড়া আমাকে কেউ ভালবাসেনি,
প্রচণ্ড কষ্টে যখন খুব কান্না পেতো,
তখন আমি টাকে আমিই সান্ত্বনা দিয়েছি।
‘প্রচণ্ড তৃষ্ণায় কথা বলার জন্য
যখন প্রিয় মানুষটাকে খুঁজেছি
প্রিয় মানুষ আমি আমাকেই খুঁজে পেয়েছি!
‘যখন দুচোখের ইশারায়
মাথার উপর আমাবস্যার চাঁদ দাঁড়িয়ে থাকতে দেখেছি!
ঠিক তখন আমাকেই আবিষ্কার করেছি!
অন্যের আলো আলোকিত হয়ে আমার কেউ নেই
ভালোবাসায় কেউ ছিল না সেই দারুণ বিরহে!
এই অনুভূতিটা কষ্টের!
এই অনুভূতিটা বেদনার!
এই যেনো পৃষ্ঠে পড়া মনের হা–হা–কার!