কিছু কিছু মানুষ এমন
গুরুত্বপূর্ণ যাদের ছাড়া
আমরা এক মুহূর্ত
চলতে ভাবতে পারিনা!
এই চরম শীতে
পরম আদরে বাবাটা ছিলো!
করোনার সংকট মুহূর্তেও
দিব্যি ভালো ছিলো!
জীবন জীবনের মতো
চলে যায় বহমান নদীর মতো!
মানুষ হারায় গ্রাম
শহর, সম্পূর্ণ পৃথিবী থেকে
কেবল হারায়না মায়ের
কাছ থেকে!