মাতারবাড়িতে ইতিহাস

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:০২ পূর্বাহ্ণ

মহেশখালীর মাতারবাড়ি বন্দরে প্রথমবারের মতো ভিড়েছে বাণিজ্যিক জাহাজ। গতকাল মঙ্গলবার সকালে পানামার পতাকাবাহী ‘ভেনাস ট্রায়াম্প’ নামের জাহাজটি বন্দরের জেটিতে ভিড়ে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক।
তিনি বলেন, বন্দরের দুজন সিনিয়র পাইলটের নেতৃত্বে শক্তিশালী টাগবোট ‘কাণ্ডারী-৮’ এর সহায়তায় জাহাজটি জেটিতে ভিড়ানো হয়। তবে মাতারবাড়ি চ্যানেলের গভীরতা বেশি থাকায় এবং জাহাজটি স্বল্প ড্রাফটের হওয়ায় জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়নি। বহির্নোঙর থেকে জাহাজটি সরাসরি বন্দরের জেটিতে এসে পৌঁছেছে। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে ইন্দোনেশিয়া থেকে প্রজেক্ট কার্গো নিয়ে আসা জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে।
বন্দর সূত্রে জানা গেছে, জাহাজটিতে ৩১৩টি প্যাকেজে ৭৩৬ টন স্টিল স্ট্রাকচার আনা হয়েছে। এর মধ্যে স্টিলের বিম, কলাম, গার্ডার, টাওয়ার ইত্যাদি রয়েছে। এগুলো মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়নে ব্যবহৃত হবে। জাহাজটির স্থানীয় এজেন্ট অ্যানসাইন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেড। ইন্দোনেশিয়া থেকে মাতারবাড়িতে আসা ভেনাস ট্রায়াম্পের দৈর্ঘ্য ১২০ মিটার এবং ড্রাফট (জাহাজের পানির নিচের অংশ) পাঁচ দশমিক তিন মিটার।
বন্দর সূত্র জানায়, বন্দরের পাইলট ভ্যাসেল ‘রক্ষী’ বহির্নোঙর থেকে ভেনাস ট্রায়াম্প আনার জন্য সিনিয়র পাইলট রহমতুল্লাহ খানকে নিয়ে যায়। এর আগে বন্দর চ্যানেলে জাহাজটি নিরাপদে আসার জন্য ৬টি বয়া বসানো হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিন) এবং মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ জাফর আলম বলেন, কোনো সমস্যা ছাড়াই জাহাজটি বার্থিং নিয়েছে। পণ্য খালাস করে জাহাজটি ফিরে যাবে। জাহাজটি নিজস্ব ক্রেন দিয়ে পণ্য খালাস করবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধএকাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি আজ
পরবর্তী নিবন্ধমুজিববর্ষ টি-২০ ক্রিকেট দুটি খেলা অনুষ্ঠিত