মাটির পুতুল

এমরান চৌধুরী | শুক্রবার , ২২ অক্টোবর, ২০২১ at ৫:৩৭ পূর্বাহ্ণ

কিরিচ দিয়ে পিরিচ ভাঙো
ঝন ঝনা ঝন ঝন
মাটিল পুতুল বুঝলে না হায়!
আর পুতুলের মন।
মানুষ কেন মারবে মানুষ
সকল মানুষ ভাই
সবার ছিল এক সময়ে
মায়ের পেটে ঠাঁই।
আদি মাতা সবার তো এক
বাবাও ঠিক তাই
তবু কেন রক্ত ঝরাও
বোঝার উপায় নাই।
একই জলে গোসল করি
পোহাই একই রোদ
বিবেক তোমার জাগ্রত হোক
জাগুক শুভবোধ।

পূর্ববর্তী নিবন্ধএখন অস্তিত্বের সঙ্কট
পরবর্তী নিবন্ধমানুষকে জাগাতে হবে, মননকে গড়ে তুলতে হবে অসামপ্রদায়িক