মাটিরাঙায় রাতে বাসসহ ৬ যানবাহন ভাঙচুর,আহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

বিএনপির ডাকা অবরোধ চলাকালে খাগড়াছড়ির মাটিরাঙায় রাতের আঁধারে যাত্রীবাহী বাসসহ অন্তত ৬টি যানবাহন ভাঙচুর করেছে দুবৃর্ত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার যৌথ খামার এলাকায় এই ঘটনা ঘটে।

ভাঙচুর হওয়া একাধিক গাড়ির চালক ও সহকারীরা জানান, যৌথখামার এলাকায় পাহাড় থেকে নেমে এসে দুর্বৃত্তরা যানবাহনে হামলা করে। এ সময় সিএনজি অটো রিকশা, পিকআপ, ট্রাক ও যাত্রীবাহী বাস ভাঙচুর করে তারা। এসময় বাসে থাকা এক নারী যাত্রী আহত হন। হামলায় অন্তত ৫০৬০ দুর্বৃত্ত অংশ নেয় বলে জানান তারা। পরে আহত ওই নারীকে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

তবে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কমল ধরের দাবি ১ টি বাস ভাঙচুর করা হয়েছে। তিনি আরো বলেন, সড়কে নিরাপত্তা পুলিশি টহল জোরদার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভা
পরবর্তী নিবন্ধভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ডা. তিমির বরণ চৌধুরী