মাঝপথে থেমে গেল শাটল ট্রেন, পেছানো হলো পরীক্ষা

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের বহন করা শাটল ট্রেনের ব্রেক গিয়ার অকেজো হয়ে মাঝ পথে থেমে যায় ট্রেন। এতে শিক্ষার্থীদের ভোগান্তির সৃষ্টি হয়।

গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসগামী শাটল ট্রেন হাটহাজারীর নতুন বাজার আসার পর এ ঘটনা ঘটে। এতে বিপাকে পড়েন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। পরে বিকল্প ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০টি বাস দেয়। পরীক্ষাও বেলা ১১টার পরিবর্তে ১১টা ১৫ মিনিটে শুরু হয়। এর আগে ১৮ মে ‘বি’ ইউনিটের ও ১৬ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শাটল ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে। ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির কোঅর্ডিনেটর ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুফ বলেন, শাটলের সমস্যার কারণে পরীক্ষা ১৫ মিনিট পেছানো হয়েছে।

শাটলে বিষয়ে চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, শাটল ট্রেন নতুন বাজার আসার পর মেকানিক্যাল সমস্যার কারণে বন্ধ হয়ে যায়। আমরা তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পরিবহন পাঠাই এবং বাস মালিক সমিতির সঙ্গে কথা বলে বাসের ব্যবস্থা করি। তাছাড়া বিআরটিসির বাসও সেখানে ছিল। শিক্ষার্থীরা যে যার মতো করে এসেছে। ২০ মিনিট পর আবার শাটল ট্রেনটি ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয়।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে দেওয়া পোস্টের সাথে ছেলের ফলাফলে মিল!
পরবর্তী নিবন্ধব্ল্যাকমেইল করে তরুণীদের ভিডিও সংগ্রহ ও বিক্রি