মাঙ্কিপক্সকে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা যুক্তরাষ্ট্রের

| শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৪:১৩ পূর্বাহ্ণ

ক্রমবর্ধমান মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার, মার্কিন স্বাস্থ্য ও জনসেবা বিষয়ক সেক্রেটারি জেভিয়ার বাসেরা একথা জানিয়েছেন। গত বৃহস্পতিবারের এ ঘোষণার ফলে রোগটির বিরুদ্ধে লড়াইয়ের জন্য অতিরিক্ত তহবিল ও সরঞ্জাম ছাড় করা হবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিডিনিউজের। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও মাঙ্কিপঙকে ‘আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টিকারী জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি’ ঘোষণা করেছে, এটা তাদের সর্বোচ্চ সতর্কতার স্তর। মাঙ্কিপঙের বিরুদ্ধে সমন্বিত আন্তর্জাতিক সাড়া এবং টিকা ও চিকিৎসা সহযোগিতা বাড়াতে তহবিল ছাড়ের জন্য গত মাসে ডব্লিউএইচও এ ঘোষণা দেয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ইলিনয় অঙ্গরাজ্য বাড়তে থাকা মাঙ্কিপঙ প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার পর ২ অগাস্ট বাইডেন মাঙ্কিপঙ মোকাবেলায় তার প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলো সমন্বয় করার জন্য দুই জন শীর্ষ ফেডারেল কর্মকর্তাকে নিয়োগ দেন। বুধবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মাঙ্কিপঙে আক্রান্তের সংখ্যা ৬৬০০ ছাড়িয়ে গেছে আর এদের প্রায় সবাই পুরুষ সমকামী।

পূর্ববর্তী নিবন্ধবিরূপ আবহাওয়ায় ঝুঁকিতে বিশ্ব চালের বাজার
পরবর্তী নিবন্ধইউক্রেন ছাড়ল আরও তিনটি শস্যবাহী জাহাজ