মাকে হারালেন স্বাস্থ্যমন্ত্রী

| শুক্রবার , ২৮ মে, ২০২১ at ৮:০৯ পূর্বাহ্ণ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। কোভিড-১৯ থেকে সেরে উঠলেও তার স্বাস্থ্যগত নানা জটিলতা ছিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন। খবর বিডিনিউজের।
তিনি বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল উনাকে (ফৌজিয়া মালেক)। অবস্থা খারাপ হলে মঙ্গলবার লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। মাইদুল জানান, ফৌজিয়া মালেক বেশ কিছু দিন আগে করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন। সেরে ওঠার পরও তার শ্বাসকষ্ট হচ্ছিল, পাশাপাশি বার্ধক্যজনিত কিছু জটিলতাও ছিল। ফৌজিয়া মালেকের বয়স হয়েছিল ৮৪ বছর। ফৌজিয়া মালেকের স্বামী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল মালেক দুই দশক আগে মারা যান। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। মানিকগঞ্জের এক সময়ের সংসদ সদস্য মালেক এরশাদ সরকারের আমলে ঢাকা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন। এরশাদের সরকারের মন্ত্রীও ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাবুনগরী-মামুনুলের কোন দেশে দোকান, কয়টা লরি আছে বেরিয়ে এসেছে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধপড়ালেখার ছক আরও টেকসই ও মানসমৃদ্ধ করার পরামর্শ