পড়ালেখার ছক আরও টেকসই ও মানসমৃদ্ধ করার পরামর্শ

সিআইইউর সিন্ডিকেট বৈঠক

| শুক্রবার , ২৮ মে, ২০২১ at ৮:০৯ পূর্বাহ্ণ

করোনা সংকটের দিকে না তাকিয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পড়ালেখার ছককে আরও টেকসই ও গুণগত মানে সমৃদ্ধ করার পরামর্শ দিয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেছেন, অনলাইন কার্যক্রমের অধিকতর সম্প্রসারণ ঘটাতে নানামুখী চ্যালেঞ্জ, সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। নিতে হবে সময়োপযোগী উদ্যোগ। গত ২৫ মে সিআইইউর ২৫তম অনলাইন সিন্ডিকেট বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। এই সময় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ অর্থবছরের বাজেট, অনলাইন শিক্ষা কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ট্রাস্টি প্রকৌশলী আলী আহমেদ, ট্রাস্টি দিলরুবা আহমেদ, চবি শিক্ষক অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন, বিজনেস স্কুলের উপদেষ্টা ও অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, ডিন ড. নাঈম আবদুল্লাহ, অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের পরিচালক সুব্রত গুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাকে হারালেন স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধমালয়েশিয়া অনলাইন শিক্ষা মেলা ২৯ মে