মাকে ভালোবাসি

হামিদা খাতুন পান্না | রবিবার , ৮ মে, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

যে নামটি নিলে মনের মধ্যে সুখ অনুভব হয়, যার কথা ভাবলে মনে প্রশান্তি মিলে, তিনিই হলেন মা, তিনিই মা জননী। একজন মা তার ছেলে-মেয়েকে জন্ম দেন নাড়ী থেকে। একজন মা তার অদেখা সন্তানকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস ১০দিন। একজন মা জন্ম দেন একজন শিশু পুত্র-কন্যাকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান।

একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান। সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা খেয়ে নেন, আবার সন্তান-এর মঙ্গল কামনায় উপবাস করেন মা জননী। এমনকি জায় নামাজে বসলে সন্তানের মঙ্গল কামনায় চোখের পানি ঝরান। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়। কিন্তু মা কখনো সন্তানকে কষ্ট দেন না।

মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুড়ি বছর। সন্তানের শৈশবে তার মল মূত্র মা-ই পরিষ্কার করেন। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা। গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা। ‘মাই আপনাকে গর্ভে ধারণ করেছেন, সেই জননী আপনার জন্য গর্ভধারণ করেছেন।’ ঐ মা-ই-সেরা আপনাকে জন্ম দিয়েছেন।এই অসীম পৃথিবীতে আপনাকে আলোর পথ দেখিয়েছেন। এই মাকে কি করে ভুলে যাবেন, মুছে দিবেন জীবন থেকে। এই মা হলো পৃথিবীতে অমূল্য সম্পদ। যার তুলনা কিছু দিয়ে হয় না। তাই আসুন মাকে সবাই ভালবাসি, মা-কে সবাই সম্মান করি।

পূর্ববর্তী নিবন্ধমা আমার সবসময় ব্যতিক্রম
পরবর্তী নিবন্ধবিশ্বস্ত এক ভরসার জায়গা মা