মাইক্রোবাস জব্দ লোহাগাড়ায় ১৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

 

 

লোহাগাড়ায় ১৪ হাজার ১০ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাস। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও থানার ইসলামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নাপিতখালী এলাকার মৃত মো. আইয়ুব আলীর পুত্র মো. নাছির উদ্দিন (৫২) ও রামু থানার ফতেকারকুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাইপুটি এলাকার বিমল বড়ুয়ার পুত্র সুমন বড়ুয়া (৩৬)। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসে তল্লাশি করা হয়। এ সময় নাছির উদ্দিনের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে গতকাল ভোরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সুমন বড়ুয়ার কাছ থেকে ৪ হাজার ১০ পিস ইয়াবা পাওয়া যায়। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে চালু হলো ডে-কেয়ার সেন্টার
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে ইলেক্ট্রিক্যাল মেশিন বিষয়ে পোস্টার প্রদর্শনী