চুয়েটে চালু হলো ডে-কেয়ার সেন্টার

| বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অফিস চলাকালীন সন্তানদের পরিচর্যার জন্য প্রথমবারের মতো ডেকেয়ার সেন্টার চালু করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন লাইব্রেরি ভবনের নিচতলায় সেন্টারটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট শিক্ষক সমিতির তত্ত্বাবধানে ডেকেয়ারে আধুনিক সব সুযোগসুবিধা নিশ্চিত করা হয়েছে। এ সময় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, নবনির্বাচিত সভাপতি ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম ও সাধারণ সম্পাদক ড. মো. বশির জিসান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিন মোহাম্মদ মুসাসহ শিক্ষক, কর্মকর্তাকর্মচারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডেকেয়ার সেন্টার স্থাপনের জন্য রসায়ন বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানাকে সভাপতি করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এতে সদস্য হিসেবে ছিলেন অধ্যাপক ড. মো. আজাদ হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া, অধ্যাপক বাবলী দাশ ও সদস্য সচিব ছিলেন অধ্যাপক ড. নাহিদা সুলতানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির স্প্রিং সেশনের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধমাইক্রোবাস জব্দ লোহাগাড়ায় ১৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২