‘মাইকেল মধুসূদন দত্ত আজও এক বিস্ময়’

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

 

 

মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদী কবিতা, মহাকাব্য, অমিত্রাক্ষর ছন্দরীতি প্রবর্তনের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে আধুনিকতার সূচনা ঘটান। বাংলা নাটকও পেয়েছিল তাঁর মেধার স্পর্শ। তিনি আজও এক বিস্ময়।

মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় : কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে মাইকেল মধুসূদন দত্তের জন্মজয়ন্তী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, লিপি রানী শীল, দিল আফরোজ হীরা ও প্রকাশ কুমার ঘোষ।

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র : চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মাইকেল মধুসুদন দত্তের জন্মজয়ন্তী উপলক্ষে সাহিত্য সন্ধ্যা ২৪ জানুয়ারি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।

এতে আলোচনা, গান ও আবৃত্তিতে অংশ নেন সঞ্জিব কুমার রাহা, দেবিকা ব্যানার্জী, সুগতা বড়ুয়া, হুমায়ুন কবির চৌধুরী, হামিদুল আজম, সঙ্গীতা চৌধুরী, সুজিত কুমার দাশ, বিজয় শংকর চৌধুরী, বাবুল কান্তি দাশ, আসিফ ইকবাল, সোমা মুৎসুদ্দী, এম মঞ্জুর আলম ও সুমন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশ থানা তাঁতী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধমিলভিক বাংলাদেশের সাথে এপিক হেলথ কেয়ারের চুক্তি