মহেশখালীর পৌর কাউন্সিলর খায়ের ৩ দিনের রিমান্ডে

ট্রলারে ১০ মরদেহ

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৮ মে, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের উপকূলবর্তী বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার মামলায় মহেশখালীর পৌর কাউন্সিলর খায়ের হোসেনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার রাতে পুলিশ মহেশখালীর চরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করার পর গতকাল রোববার সকালে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ মামলায় এজাহারভুক্ত দুজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ছয় আসামি কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন। আর সর্বশেষ গ্রেপ্তার কাউন্সিলর খায়ের হোসেনকে আদালতের নির্দেশে তিনদিনের রিমান্ডে আনা হয়েছে। রোববার মামলার তদন্ত কর্মকর্তা ও পরিদর্শক(গোয়েন্দা) দুর্জয় বিশ্বাস আসামি কাউন্সিলর খায়ের হোসেনকে আদালতে হাজির করে ৫দিনের রিমান্ড চেয়েছিলেন। উল্লেখ্য, বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি ট্রলার থেকে গত ২৩ এপ্রিল ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ২৫ এপ্রিল বিকালে ৪ জনের নাম উল্লেখসহ মোট ৬৪ জনকে আসামি করে কক্সবাজার সদর খানায় একটি মামলা করেন নিহত ট্রলার মালিক সামশুল আলম প্রকাশ সামশু মাঝির স্ত্রী রোকেয়া বেগম। এই মামলায় এই পর্যন্ত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোহরায় কিশোরী ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচাঁদা না পেয়ে এক ব্যক্তিকে পিটাল দুর্বৃত্তরা