চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে পিটাল দুর্বৃত্তরা

হাসপাতালে ভর্তি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ মে, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

দাবিকৃত চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে পিটিয়েছে দুর্বৃত্তরা। আহত আনছারুল করিম চৌধুরী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ৫ মে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার ছেলে মো. সাজ্জাদুল করিম চৌধুরী খুলশী থানায় একটি মামলা দায়ের করেছেন। খুলশী থানার ওসি সন্তোষ চাকমা মামলা হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। বাদীর এজাহার থেকে জানা যায়, খুলশী থানাধীন জালালাবাদ গার্ডেন ভিউ সোসাইটি এলাকায় সাংবাদিক আনছারুল করিম চৌধুরীর কিছু জায়গা রয়েছে। পারিবারিক প্রয়োজনে গত জানুয়ারি মাসে তিনি কিছু জায়গা বিক্রি করেন। এ সংবাদ পেয়ে আসামি মো. জসিম, মো. রেজাউল করিম ও আব্দুল কুদ্দুছ সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করেন। ৫ মে আনছারুল করিম চৌধুরী জালালাবাদ গার্ডেন ভিউ সোসাইটির আইয়ুব সাহেবের বিল্ডিংয়ের সামনে পৌঁছামাত্র উল্লেখিত আসামিগণ সহযোগীদের নিয়ে আনছারুল করিমের পথরোধ করে। তিনি এর কারণ জানতে চাইলে জসিম চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তারা তার পোশাক ধরে টানা হেঁচড়া করতে থাকে এবং খুন করার হুমকি দেয়। এ সময় আনছারুল করিম দৌড়ে পাশের বিল্ডিংয়ের ছাদে উঠেন। আসামিরাও পেছনে ধাওয়া করে ছাদে উঠে তাকে শারীরিকভাবে জখম করে। তাকে গুরুতর আহত এবং অচেতন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীর পৌর কাউন্সিলর খায়ের ৩ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধসিআরবি থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার