সিআরবি থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ মে, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকায় এক আইনজীবীকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৬ মে) রাত সাড়ে ৩টায় সিআরবি ফ্রান্সিস রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলো মো. হৃদয় (১৭), মো. শাহীন (১৬) এবং মো. হাসান বশর (১৬)

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, আইনজীবী মো. মাহবুবুল আলম প্রাথমিক চিকিৎসা শেষে থানায় মামলা করেন। এরপরই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নামে পুলিশ। প্রথমে সিআরবি এলাকা থেকে মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য মতে বাকি দুইজনকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। জানা যায়, ভুক্তভোগী মো. মাহবুবুল আলম মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৭টার দিকে টাইগারপাস এলাকার টাইগার ম্যুরালের ফুটপাতের উপর হেঁটে যাওয়ার সময় কয়েকজন মিলে তার পথরোধ করে। এসময় টিপ ছোরার ভয় দেখিয়ে পকেটে থাকা নগদ ৩ হাজার টাকা ও ১টি মোবাইল ছিনিয়ে নেয়। এসময় মাহবুবুল বাধা দিলে টিপ ছোরা দিয়ে বাম পায়ের উরুতে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।

পূর্ববর্তী নিবন্ধচাঁদা না পেয়ে এক ব্যক্তিকে পিটাল দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধমাতারবাড়ি সমুদ্র বন্দর ছেড়ে গেল ‘আউসু মারু’