মহিলাদের জন্য নামাজের স্থান চাই

| শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:২৪ পূর্বাহ্ণ

মহান রাব্বুল আলামিনের পক্ষ হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া একটি বড় উপহার হলো সালাত বা নামাজ। শেষ উম্মতের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। কুরআন ও হাদিসে অসংখ্য আলোচনা রয়েছে এ বিষয়ে। প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলিম নর-নারী যেখানেই থাকুন যে অবস্থাতেই থাকুক তাকে ওয়াক্ত মত সালাত আদায় করতেই হবে। শরীয়ত এতে কোনো ছাড় দেয়নি। দাঁড়াতে পাড়ছো না বসে সালাত আদায় করো। বসতে পারছো না শুয়ে সালাত আদায় করো। সাথে পানি নেই তায়াম্মুম করো। সফরে আছো কসর করো। তবুও তুমি নামাজ আদায় করো। কোনো অবস্থাতেই শৈথিল্য প্রদর্শন করা যাবে না। এটাই আল্লাহর শ্বাশত বাণী। কিন্তু আমাদের মাঝে ইদানীং যে সমস্যাটা দেখা দিয়েছে তা হলো, কোনো কারণে মহিলারা যদি মার্কেটে যায় তাহলে সালাতের ওয়াক্ত হলেও তারা সালাত আদায় করতে পারছেন না। কিভাবে পারবেন? মার্কেট মসজিদে মহিলাদের জন্য সালাত আদায়ের কোনো স্থান রাখা হয়নি। তাই এক প্রকার বাধ্য হয়েই তাকে সালাত কাজা করতে হচ্ছে। আবার দেখা যায় সঙ্গে মহিলা থাকায় পুরুষের সালাতও কাজা হয়ে যাচ্ছে। কারণ তাকে মসজিদেও নেয়া যাচ্ছে না। কোথাও বসিয়ে রাখাও যাওয়া যাচ্ছে না। তাই মহিলার সঙ্গে থাকা পুরুষটির সালাতও কাজা হয়ে যাচ্ছে। অথচ মহিলাদের জন্য যদি একটা সালাত আদায়ের স্থান থাকতো তাহলে দেখা যেত কারো সালাতই কাজা হতো না। পরিশেষে নগর পিতার নিকট একটি আবেদনই রাখব অন্তত মার্কেট এবং শহর কেন্দ্রিক মসজিদে মহিলাদের জন্য একটি সালাত আদায়ের স্থান রাখুন। যাতে মায়ের জাতির অনিচ্ছা সত্ত্বেও সালাত কাজা করা থেকে বিরত থাকতে পারেন।
মাওলানা আব্দুস সবুর
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবীর শ্রেষ্ঠ মতিউর রহমান : অসম সাহসী ও বীর মুক্তিযোদ্ধা
পরবর্তী নিবন্ধশিক্ষানুরাগী আমার আব্বু