মহাসড়কে গাড়ি চলাচলে অনিয়ম বন্ধ করা হোক

| সোমবার , ৩০ মে, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

 

একটার পিছে আরেকটা গাড়ি ছুটে চলছে বিরামহীন ভাবে। বলছিলাম ঢাকাচট্টগ্রাম মহাসড়কের কথা।একটি ব্যস্ততম মহাসড়ক যার নাম ঢাকা ট্রাঙ্ক রোড। দেশের দক্ষিণ প্রান্ত থেকে ঢাকা হয়ে দক্ষিণ পশ্চিম এবং উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় প্রতিদিন যাত্রীবাহী, মালবাহী শত শত যানবাহন চলাচল করছে। চট্টগ্রাম বন্দর হতে রফতানি বাণিজ্যের নানারকম পণ্য সামগ্রী ঢাকাচট্টগ্রাম মহাসড়ক দিয়ে পরিবহন করা হয়। মহাসড়কে সীতাকুণ্ড মিরসরাই অঞ্চলে কিছু কিছু স্পট দুর্ঘটনা কবলিত এলাকা সেগুলো কর্তৃপক্ষ সাইনবোর্ড দিয়ে সতর্ক করে দিয়েছেন। রাস্তা চারলেনে বর্ধিত করার পরও মাঝে মাঝে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই অঞ্চলের বিভিন্ন স্থানে যানবাহন চলাচলে নানা অনিয়ম চোখে পড়ছে। সরকার দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছেন। কিন্তু এসব এলাকায় নিয়মিত যাতায়াত করে দেখা গেছে নিষিদ্ধ তিন চাকার রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, বাইসাইকেল এবং সড়কে দুর্ঘটনার প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা হরদম চলাচল করছে। হাইওয়ে পুলিশের কোনো তদারকি চোখে পড়ছে না। মহাসড়কে সিএনজিচালিত তিন চাকার গাড়ি চলাচল বন্ধ হওয়াতে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পেয়েছে। এখন এসব নিষিদ্ধ গাড়িগুলো উল্টোপথ দিয়ে চলাচল করে। ফলে দ্রুতগামী যানবাহন গুলো এদের সাইড দিতে গিয়ে অত্যন্ত ঝুঁকির সম্মুখীন হতে হয়। পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এতে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

জন জীবনের নিরাপত্তা, সড়ক নিরাপদ হওয়ার জন্য অবশ্যই জনগণকে সতর্ক হতে হবে। আশা করছি কর্তৃপক্ষ মহাসড়কে হাইওয়ে পুলিশ তৎপরতা বাড়িয়ে এসব অনিয়ম অচিরেই বন্ধ করবে।

সুকান্ত দেবনাথ

পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজোয়ান অব আর্ক : জীবনের মূল্যে স্বদেশের স্বাধীনতা পুনরুদ্ধার
পরবর্তী নিবন্ধবড় কঠিন হয়ে পড়েছে রাজনীতি