মহামুনি আর্যসত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে কঠিন চীবর দান

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:৩৯ পূর্বাহ্ণ

রাউজানের মহামুনি আর্য্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে দানশ্রেষ্ঠ কঠিন চীবর দান অনুষ্ঠানে বৌদ্ধ গুরু ভদন্ত শীলানন্দ স্থবির (ধুতাঙ্গ ভান্তে) সভাপতির বক্তব্যে বলেন, ‘গৌতম বুদ্ধের অহিংস নীতি মেনে বৌদ্ধ নরনারীদের অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে। গত ১৬ অক্টোবর শুক্রবার সকালে ধুতাঙ্গ কুঠিরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘আরন্যিক ভিক্ষু সংঘের সংঘনায়ক ভদন্ত মঙ্গলমিত্র স্থবির। অনুষ্ঠান উদ্বোধন করেন মুহামনি এ্যংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন। বকুল বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অশোক কুমার বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন সুদত্ত বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবোধনের আবৃত্তি অনুষ্ঠান জাগাও প্রাণের সুপ্ত শক্তি
পরবর্তী নিবন্ধকরোনা পরবর্তী বিশ্বে টিকে থাকতে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই