চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার লক্ষে তারেক রহমানের নেতৃত্বে রাজপথের আন্দোলনে যেকোন ত্যাগ স্বীকারে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। এইচএম রাশেদ খান গত শনিবার নগর বিএনপির দলীয় কার্যালয়ে ১৫টি থানার ৪৩টি ওয়ার্ড কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় আগামী ২৯ মে’র মধ্যে প্রত্যেক থানায় কর্মী সভা ও সদস্য ফরম বিতরণ করার কথা জানানো হয়। ২ জুনের মধ্যে সদস্য ফরম দপ্তরে জমা দিতে বলা হয়। আর ৭ জুনের মধ্যে কমিটি দপ্তরে সাবমিট করতে হবে মর্মে সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
নগর সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহিদুল্লাহ বাহার, মোঃ সিরাজ, মোহাম্মদ ইউসুফ, কাজী খায়রুল আলম দিপু, এ্যাড. সাইদুল ইসলাম, মোঃ আসলাম, হারুন আল রশিদ, মামুনুর রহমান, মাঈনুদ্দিন রাশেদ, হারুনুর রশিদ, জিয়াউর রহমান জিয়া, আলী মুর্তজা, জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, গোলাম সরোয়ার, ওয়াকিল হোসেন, আনোয়ার হোসেন এরশাদ, আব্দুল মান্নান আলমগীর, মোঃ মোখলেছ, জাহিদুল ইসলাম, রিয়াজ উদ্দিন রাজু, আকতার হোসেন বাবলু, শফিউল আলম শফি, মো. রায়হান, এন মোঃ রিমন, হাসান মাহমুদ, কাফি মুন্না, আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, সাজিদ হাসান রনি, আলতাফ হোসেন, মোঃ দুলাল, নোমান সিকদার সোহাগ, আরমান শুভ, আবদুল্লাহ আল সোনামানিক, বিল্লাল হোসেন বাবু, তৌসিফ চৌধুরী, ইস্কান্দার মির্জা, শহীদুজ্জামান শহীদ, মহিউদ্দিন রুবেল, মিজান হোসেন, কাজী মহিউদ্দিন, মুরাদ হোসেন, শামীম, শহীদুল ইসলাম শহীদ, জসিম উদ্দিন, মনির হোসেন, আজাদ, জহুরুল ইসলাম জহির, সবুজ, পারভেজ আহমেদ, মীর কাসেম, ইসমাইল সুমন। প্রেস বিজ্ঞপ্তি।