প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিল্পকারখানা পরিদর্শন

| সোমবার , ২৩ মে, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের উদ্যোগে গত ২১ মে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অর্জনের জন্য একটি ‘শিল্পকারখানা পরিদর্শন’-এর আয়োজন করা হয়। এই ডিসিপ্লিনের বি বি এ প্রোগ্রামের ৬ষ্ঠ ও ৮ম সেমিস্টারের শিক্ষার্থীরা সিটি গেইটের আকবর শাহ এলাকায় অবস্থিত মাশরিফা ফুড প্রোডাক্টস পরিদর্শন করে।

আট একর জায়গার উপর প্রতিষ্ঠিত কারখানাটি পরিদর্শন করে শিক্ষার্থীরা শিল্পকারখানা পরিচালনা ও মানবসম্পদ ব্যবস্থাপনা সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।

এই সময় শিল্পকারখানার সামগ্রিক দিক সম্পর্কে ধারণা দেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ও সি এফ ও মো. হাসান জিয়া। পরিদর্শনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের শিক্ষক জিনাত শাহানা ও পপি পোদ্দার।

পূর্ববর্তী নিবন্ধমহানগর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধদুঃস্থদের মাঝে পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্যপণ্য বিতরণ