মহানগর রিকশা মালিক পরিষদের সভা

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদের এক বর্ধিত সভা গতকাল শুক্রবার বেলা ১১টায় আমবাগানস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। মালিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম সরকার, উপদেষ্টা টিটু মহাজন, মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি মো. খুরশিদ কোম্পানি, মিজানুর রহমান মোস্তফা, মুজিবুর রহমান চৌধুরী, মো. আলী, মো. তছলিম কোম্পানি, মো. করিম, মো. সেকান্দর কোম্পানি, মো. ইব্রাহিম, মোখলেস কোম্পানি, মো. জসিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রব কোম্পানি, মো. রফিক কোম্পানি, মো. হাশেম কোম্পানি, মো. সোবহান কোম্পানি প্রমুখ। সভায় বক্তারা বলেন, পুলিশ প্রশাসনকে বার বার অবৈধ ব্যাটারি রিকশা বন্ধের আবেদন জানালেও প্রশাসন আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। তাই গরীব রিকশা মালিকরা নিজেদের জীবন-জীবিকার স্বার্থে আবারো চট্টগ্রামে রিকশা ধর্মঘটসহ উচ্চ আদালতের রায় অবমাননার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। অতীতের মতো রিকশা মালিক চালকদের রাজপথে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, রিকশা মালিকরা তাদের বেঁচে থাকার তাগিদে প্রয়োজনে রাজপথে জীবন বিলিয়ে দেবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের রেডক্রিসেন্টের সহায়তা
পরবর্তী নিবন্ধযুবলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে ফিরিঙ্গি বাজারে র‌্যালি