‘মহাজন’ হয়ে আসছেন বড়দা মিঠু

| মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

গ্রামের এক প্রভাবশালী মহাজনের চরিত্রে হাজির হতে যাচ্ছেন অভিনেতা বড়দা মিঠু। নতুন ধারাবাহিক ‘মহাজন’-এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। মজিবুল হক খোকন পরিচালিত নাটকটির গল্প লিখেছেন টিপু আলম মিলন। নাট্যরূপ দিয়েছেন এন ডি আকাশ। নাটকটি প্রযোজনা করেছেন ইমরান খান।

বড়দা মিঠু ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন- রওনক হাসান, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, সোমা ফেরদৌস, রাশেদ মামুন অপু, রেবেকা, মৌমিতা মৌ, সাব্বির আহমেদ প্রমুখ। খবর বাংলানিউজের।

এর গল্প প্রসঙ্গে লেখক টিপু আলম মিলন বলেন, মহাজনের সুদের কারবারে অতিষ্ঠ হয়ে উঠে গ্রামের প্রতিটি মানুষ। চারদিকে নেমে আসে কষ্টের অমানিশা। তারা বুঝতে পারে, সুদের টাকায় মানুষের উপকারের চেয়ে অপকারই হয় বেশি। এমনকি বংশ পরম্পরায় সুদের ঘানি টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে গ্রামের মানুষ।

ইসলামে সুদকে নিষিদ্ধ করা হয়েছে সেটা মনে প্রাণে উপলব্ধি করতে থাকে তারা। গত মঙ্গলবার থেকে ‘মহাজন’ ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে বৈশাখী টিভিতে। প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে এটি প্রচার হবে।

পূর্ববর্তী নিবন্ধউইকন প্রেজেন্টস পাঁচলাইশ আবাসিক কল্যাণ সমিতির ফ্যামিলি নাইট
পরবর্তী নিবন্ধবোনের সঙ্গে নতুন গান নিয়ে আসছেন নিপুণ