মস্কোতে রাষ্ট্রদূতকে তলব প্রতিক্রিয়া জানাতে সময় নিচ্ছে ঢাকা

| বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে থাকা রুশ জাহাজ বাংলাদেশ ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার প্রেক্ষাপটে মস্কোতে ঢাকার শীর্ষ কূটনীতিককে তলবের বিষয়টি পর্যালোচনা করার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল বুধবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আমরা আমাদের রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছি। কী আলোচনা হয়েছে আমরা তা বিশ্লেষণ করব। এবং এখানে শুধু এটি (রুশ জাহাজে নিষেধাজ্ঞা) নয়, আমরা যতদূর জেনেছি যে দ্বিপক্ষীয় আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’ খবর বিডিনিউজের।

প্রতিমন্ত্রী বলেন, ‘মঙ্গলবারের বৈঠকের বিষয়ে অফিসিয়াল রিঅ্যাকশন আমরা দাপ্তরিকভাবে আপনাদের জানিয়ে দেব।’ ইউক্রেনে রুশ আক্রমণের জেরে রাশিয়ার উপর বেশি কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। সেই তালিকায় রাশিয়ান ব্যাংক, জাহাজ ও পণ্য রয়েছে। নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক লেনদেন যোগাযোগ পরিষেবা সুইফটও রাশিয়ার ব্যাংকের সঙ্গে সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ রেখেছে। এর ফলে বাংলাদেশও এখন রাশিয়ার সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করতে পারছে না। অথচ আর্থিক বিবেচনায় দেশের সবচেয়ে বড় মেগ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সহযোগিতাতেই নির্মাণ হচ্ছে। সেই প্রকল্পের যন্ত্রপাতি ও রসদের বড় একটি অংশ রাশিয়া থেকে আসার কথা। এর অংশ হিসেবে যন্ত্রপাতির চালান নিয়ে জানুয়ারিতে এসেছিল ‘উরসা মেজর’ নামের একটি জাহাজ। কিন্তু মার্কিন কূটনৈতিক চাপে পণ্য খালাসের অনুমতি না পেয়ে জাহাজটি ভারতীয় জলসীমা থেকে ফিরে যায় গত জানুয়ারির মাঝামাঝি সময়ে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই রাশিয়ার যে ৬৯টি জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে, সেসব নৌযানের বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশে গত ১৬ জানুয়ারি নিষেধাজ্ঞা দেয় সরকার। ঢাকার এমন সিদ্ধান্তের বিষয়ে অবস্থান জানাতে মঙ্গলবার মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধসরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বার, সর্বোচ্চ ফি ৩০০
পরবর্তী নিবন্ধআবারো উৎপাদনে যাচ্ছে শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র