মসজিদে বিশৃঙ্খলা ।। ৫ জামায়াত-শিবির কর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে জোরপূর্বক মসজিদে ঢুকে তারাবির নামাজ আদায়ের চেষ্টা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৫ জামায়াত শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৪ এপ্রিল রাত ১০টার দিকে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে চান্দগাঁও থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার ৫জনসহ ১১জনকে এজাহারনামীয় এবং আরো ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদী হাসান (২৪), সাহেদুজ্জামান (১৯), জিয়া উদ্দিন (২০), মো. ইব্রাহীম (১৯) ও মাহমুদুল হক (১৯)। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হলে মহানগর হাকিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া জানান, সরকারি নির্দেশনা না মেনে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক জামে মসজিদে বুধবার রাতে ৫০ থেকে ৬০ জন লোক জোরপূর্বক প্রবেশ করে তারাবির নামাজ আদায়ের নামে বিশৃংখলা করে। পরে খবর পেয়ে সরকারি নির্দেশনার কথা উল্লেখ করে পুলিশ হ্যান্ডমাইকে তাদের নিবৃত হওয়ার অনুরোধ করলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়ে মারে। এসময় ধাওয়া দিয়ে ৫জনকে আটক করা হয়েছে। জামায়াত শিবিরের সাথে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরকেও গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে মৃত্যু ছাড়াল ১০ হাজার
পরবর্তী নিবন্ধনমুনা পরীক্ষার সংখ্যা কমে হঠাৎ অর্ধেক