মশার উপদ্রব হতে মুক্তি চাই নগরবাসী। নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ করে হালিশহর এ ব্লক, বি ব্লক ও আই ব্লকসহ আশে পাশের এলাকায় মশার প্রভাব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এসকল এলাকায় মশা দমনে সিটি কর্পোরেশনের কার্যক্রম তেমন দেখা যায় না। ফলে দিন দিন মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে।
এ কারণে ম্যালেরিযা, ডেঙ্গুসহ অন্যান্য রোগের আশংকা রয়েই যাচ্ছে। মশার কামড়ে শিশুসহ বয়স্ক নারী-পুরুষ নানান রোগে আক্রান্ত হচ্ছে। তাই এখনই মশা দমন না করলে প্রকট আকার ধারণ করতে পারে। এমতাবস্থায় মাননীয় মেয়র মহোদয়ের প্রতি এলাকাবাসীর পক্ষে অত্র এলাকায় মশার উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের জোরদাবি জানাচ্ছি।
এলাকাবাসীর পক্ষে
মো. রবিউল আলম
এ ব্লক, হালিশহর, চট্টগ্রাম।