জুলিয়াস সিজার : বিশ্ব বিজেতা রোমান সম্রাট

| বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

জুলিয়াস সিজার। রোম সাম্রাজ্যের একজন সেনাপতি এবং একনায়ক; এছাড়া লাতিন ভাষায় রচিত তাঁর লেখা গদ্যসাহিত্যও উল্লেখের দাবি রাখে। তাঁকে ইতিহাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন বলে বিবেচনা করা হয়। জুলিয়াস সিজারের জন্ম ১২ জুলাই (মতান্তরে ১৩ জুলাই) খ্রিস্টপূর্ব ১০০ অব্দে। পুরো নাম – গাইও জুলিও কায়েসার সম্ভ্রান্ত জন্ম নেয়া জুলিয়াস সিজারের পিতার নাম ছিলো গ্যাইয়াস জুলিয়াস সিজার। তার মায়ের নাম অউরেলিয়া কোট্টা। জুলিয়াস সিজারের বয়স যখন মাত্র ১৬ বছর তখন হঠাৎ তার বাবা মারা যান। তিনিই হয়ে উঠেন পরিবারের কর্তা। সিজারের বয়স যখন চল্লিশের কোঠায়, তিনি তখন বিশেষ দূত হিসেবে নির্বাচিত হন। তারপর খ্রিস্টপূর্ব ৬০ এ জোট গঠন করেন মার্কাস ক্র্যাসাস ও পম্পির সঙ্গে। এই দুজন ছিলেন সে সময় রোমের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। গলে (এখনকার ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম, সুইজারল্যান্ডের অধিকাংশ এলাকা, ইতালির উত্তরাঞ্চলের কিছু অংশ, নেদারল্যান্ড ও জার্মানি) সামরিক অভিযানে সাফল্যের পর সিজার রোমের সবচেয়ে সফল জেনারেল হিসেবে প্রশংসিত হন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে রোমকে একনায়কতন্ত্রে রূপ দেন জুলিয়াস সিজার। গাল্লিয়া জয়ের পর প্রথম বারের মতো ব্রিটেন এবং জার্মানিদের আক্রমণের জন্য সেখানে রোমান সৈন্যবাহিনী নিয়ে যায় সিজার। তার যুদ্ধকৌশলে পরাজিত হয় স্পেন, গ্রিস, আফ্রিকা, মিসরের মতো দেশগুলো। সিজার বিয়ে করেছিলেন অতি সাধারণ বংশের এক মেয়েকে। এ জন্য তাঁকে রোম ছেড়ে এশিয়া মাইনরে গিয়ে আশ্রয় নিতে হয়। সেখানে যুদ্ধরত একটি দলের সঙ্গে যোগ দিয়ে সিজার তাঁর সমর নৈপুণ্য প্রমাণ করেন। নানা ধরনের বিদ্রোহ দমন ও রাজ্য বিস্তারে সফল অভিযান সিজারকে একজন দক্ষ সমর নায়কে পরিণত করে। একপর্যায় তিনি গল (বর্তমান ফ্রান্স), জার্মানি, ব্রিটেনসহ রোম সাম্রাজ্যের অর্ধেকটাই নিজের দখলে নেন। গল উপজাতিদের পরাজিত করে তিনি রোমের সীমানা উত্তর আটলান্টিক মহাসাগরের তীর (বর্তমান ইংলিশ চ্যানেল) পর্যন্ত বিস্তৃত করেন। যে সমস্ত ঘটনার ফলে তাঁর সমসাময়িক ও ঠিক তার পরবর্তী যুগে রোমের প্রশাসনিক চরিত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয় ও রোম একটি গণতন্ত্র থেকে একটি একনায়ককেন্দ্রিক সাম্রাজ্যে পরিণত হয়, সেই সমস্ত ঘটনায় জুলিয়াস সিজারের ভূমিকা ছিল যথেষ্ট উল্লেখযোগ্য। ‘এলাম দেখলাম জয় করলাম’ এটি ছিলো জুলিয়াসের বাণী। মিসর জয় করে তিনি ক্লিওপেট্রাকে বিয়ে করেন। তিনি একনায়কতন্ত্রের দিকে ঝুঁকে পড়লে গণতন্ত্র রক্ষার তাগিদে রোমের সিনেটররা তাঁর বিরুদ্ধে অবস্থান নেন। এরই জের ধরে নিহত হন সিজার। খিস্টপূর্ব ৪৪ অব্দে তিনি ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধমশার যন্ত্রণায় অতিষ্ঠ হালিশহরবাসী