মমতার বৃক্ষরোপণ কর্মসূচি

| রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

 

জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মমতার বিভিন্ন শাখা পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মমতা সঞ্চয় ও ঋনদাণ কর্মসূচির বিভিন্ন শাখার গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সার্বিক নির্দেশনায় বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামসহ অন্যান্য বন্যাকবলিত এলাকায় মমতার সঞ্চয় ও ঋনদাণ কর্মসূচির সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সহায়তা, বৃক্ষরোপণ কার্যক্রম ও গাছের চারা বিতরণকালে মমতার সহকারী পরিচালক ও সংশ্লিষ্ট এরিয়া ও শাখা ব্যবস্থাপকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মমতার বৃক্ষরোপণ কার্যক্রম ও ত্রাণ সহায়তা প্রসঙ্গে প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, ‘সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর সামগ্রিক কল্যাণে মমতা সবসময় অগ্রাধিকার প্রদান করে থাকে। এছাড়াও পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে বৃক্ষরোপণ কার্যক্রম অত্যন্ত ফলপ্রসু’। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ৭২ কেজি বার্মিজ সুপারি জব্দ
পরবর্তী নিবন্ধআমরা মুক্তিযোদ্ধার সন্তান, মীরসরাই উপজেলার আলোচনা সভা