মমতার নদী

লিপি তালুকদার | বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

মা হলেন মমতার এক নদী

নিরঙ্কুশ তার বয়ে চলা,

কোনো তীর, কোনো বাঁক নেই

শুধু সকলের কথা বলা।

মা হলেন গভীর মমতায় ঘেরা

শত কষ্টের ছায়া পড়ে না মুখে,

হাসি দিয়ে সব আগলে রাখে

সদা চাই সবাই থাকুক সুখে।

মা হলেন আমার লক্ষী মা

ছুটে চলে ভোর থেকে রাত অব্দি

কর্তব্যের কথা মাথায় রাখেন

মা সত্যি নদীর মতো নিরবধি।

পূর্ববর্তী নিবন্ধবাংলার কালপুরুষ
পরবর্তী নিবন্ধআমাদের কেবল প্রেম হয়েছিল