আমাদের কেবল প্রেম হয়েছিল

চাঁদ সুলতানা নকশী | বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

আমাদের কেবল প্রেমই হয়েছিল ;

অমৃত প্রেম,

নভ হতে পাতাল অবধি যে দূরত্ব পরিমাপন করা হয়,

তার চেয়ে অধিক দূরত্বের প্রেম আমাদের।

ভীষণ রকম প্রেম।

হারাবার প্রেম, নীরবতার প্রেম,

হাহাকার প্রেম,

কিংবা এক পশলা বৃষ্টির অপেক্ষায়

খরা মাটির প্রেম।

যেতে যেতে পথের শেষে

শূন্য হাতে আমাদের প্রেম হয়েছিল।

শূন্য হাতে যতবারই তোমায় ছুঁয়ে দেখতে গিয়েছি ততবারই

পৃথিবীর কক্ষপথ হতে খসে পড়েছে কিছু নিষ্প্রভ বিচূর্ণনীহারিকা,

বিলীন হয়েছে দুটি পথ মানচিত্রের পাতা হতে,

তবু আমাদের এই প্রেম উদ্যত থেকে যায়

পুরো হৃদয় আকাশ জুড়ে।

চিলেকোঠার অন্ধকারে,

অভিমানী নিঝুম সুরে,

আধ ভাঙ্গা চাঁদ,

রাত্রি আকাশ জুড়ে,

ভালোবাসা আজ প্রেম হয়েও

সময় স্রোতে ভীষণ, বড্ড ভীষণ দূরে।

তবু আমাদের প্রেম হয়েছিল;

মহাসাগরের স্রোতের মতো অনন্ত, অফুরন্ত,

কিংবা সীমাহীন প্রেম।

অনুভূতি যেখানে তুমিময়,

সেখানে প্রেম বলতে তুমি,

আর তুমি বলতেই প্রেম,

সেখানেই তো স্বর্গের সুখ।

অযুত লক্ষ নিযুত কোটি বছর

পার হয়ে গেলেও

আমাদের প্রেম থেকে যাবে অবিনশ্বর,

তখন না হয় ধ্রুবতারা হয়ে

আবার আমরা প্রেমে পড়বো।

আবার আমাদের প্রেম হবে, বারবার হবে,

আমার মনের গহীন ঘরে

তুমিই কেবল প্রেমিক হবে।

পূর্ববর্তী নিবন্ধমমতার নদী
পরবর্তী নিবন্ধসূর্য