সূর্য

সুতপা চক্রবর্তী | বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

তোমার দেখা পাবো বলে

সেই ভোর থেকে ঠাঁই দাঁড়িয়ে

ইলেকট্রিক ক্যাবলের জঞ্জাল,

ইট পাথরের বাড়ি ভেদ করে,

যদি একটু তোমার দেখা মিলে!

একটু খানি হেসে দেখা দিয়ে

মেঘের আড়ালে লুকিয়ে গেলে

প্রেমময় লুকোচুরি,

হালকা উষ্ণতা,

চাদরের মতো

গায়ে জড়িয়ে নিলাম!

স্বল্প পরিসরের,

ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলো

ভালোবাসা হয়ে,

আবেদন দিয়ে যায়

দীর্ঘ পরিসরে।

পূর্ববর্তী নিবন্ধআমাদের কেবল প্রেম হয়েছিল
পরবর্তী নিবন্ধআজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ