বাংলার কালপুরুষ

মাইছুরা ইশফাত | বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

মুগ্ধ হয়ে অজস্রবার শুনি

তোমার ঐ যাদুকরী ধ্বনি

যে ধ্বনিতে স্বপ্নাতুর বাঙালি

রণক্ষেত্রে দিয়েছে প্রাণ ঢালি।

আহবানটি ছিল অলিখিত

এক হাজার একশত পাঁচ শব্দ

আঠারো মিনিটের মহাকাব্য

নির্ণয় করে বাঙালির ভবিতব্য।

পনের আগষ্টের সকাল

রেডিওতে ভাষনটি বহাল

তোমার সাথে প্রথম পরিচয়

কালো শার্ট বাবার গায়।

পরিচয়টা ছিল একপাক্ষিক

আর খানিকটা নৈর্ব্যক্তিক ।

গল্প কবিতা গানে যে পরিচয়

জানো তো তা চিরন্তন হয়।

চেনা থেকে শুরু জানা

অসমাপ্ত আত্মজীবনী থেকে

তোমার দেখা নয়াচীন

ইতিহাসের পাতা অমলিন।

মহাকালের কিংবদন্তি তুমি

স্বাধীনতার কালপুরুষ

বাঙালির পরানের বন্ধু

নির্ভীক তুমি দয়ার সিন্ধু।

বঙ্গবন্ধুকে দেখেনি চাক্ষুষ

কোটি বাঙালির আফসোস

বিমূর্ত ভালবাসার এই সমীকরণ

মেলায়নি ঘাতক কজন।

করতে চেয়ে তোমাকে নিশ্চিহ্ন

হয়েছে বিশ্ববাসীর কাছে ঘৃণ্য

বাতুল তারা পরাজয়ে সমর

প্রাণ নিয়ে তোমায় করেছে অমর।

পূর্ববর্তী নিবন্ধমেঘরঙ
পরবর্তী নিবন্ধমমতার নদী