মেঘরঙ

দীপান্বিতা চৌধুরী | বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

এখান থেকে অনেকটা পথ দূরে

পা পড়ে না। মেঘের কাড়াকাড়ি

কখন গেছে ভাতের হাঁড়ি পুড়ে,

তোমার গায়ে আটকে আমার শাড়ি!

শাড়ি মানেই মেঘ করেছে এত

ওপার থেকে ফিসফিসিয়ে কানে

হারিয়ে ফেলা রাতদুপুরের চ্যাটও

রবিঠাকুর, ‘প্রেম দিলে না প্রাণে‘!

প্রেম যদি হয় চিবুকতলে ফোঁটা,

বুকের মাঝে চিনচিনে এক ঘড়ি,

ভাসবে তুমি আহ্লাদে একশোটা

মুসুর ডালে গন্ধলেবু, বড়ি।

লেবুপাতায় জল ধরে না তবু

যেমন তুমি ভুলেছ বর্ষাতি

আর একটু পথ। একটুখানি সবুর,

পথেই আমরা বাঁধবো ঘর, সাথী

ঘরের ভেতর জল বইছে স্রোতে

বাইরে আমি। আকাশ রঙের শাড়ি

এবার আমি ফিরবো না আর মোটেই

এই মাঘে বেঁধেছি ঘরবাড়ি।

পূর্ববর্তী নিবন্ধজন্মদিনে কার কাছে
পরবর্তী নিবন্ধবাংলার কালপুরুষ