মন্দাকিনী

সাদিয়া আফরিন | রবিবার , ৯ মে, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

তোমার চোখে একটি নদী,
প্রবাহমান, উচ্ছলিত, চঞ্চল।
বয়ে চলে অবিরাম স্রোতধারায়।
আমি যখনি তাকাই ঐ নদীটার দিকে;
ওপারের হাতছনি দেখি,
দেখি অফুরন্ত প্রাণের উন্মাদনায়
প্রেমের সস্নিগ্ধ আহবান।
আমার কর্ণকুহুরে ডাক আাসে
প্রকৃত প্রেমের, নদীর ওপার থেকে।
সে ডাক উপেক্ষা করার ক্ষমতা লোপ পায় আমার।
আমি নিজের ভিতর হয়ে পড়ি অস্তিত্বহীন, অন্তঃসারশূন্য।
আমার জীবন আমি তুলে দেই তোমার হাতে,
আমার অশ্বরীরী আত্মা, তোমার সান্নিধ্যে হয়ে উঠে সরব।
আমার প্রাণ বাঁধা পড়ে তোমার প্রাণে।
আমি অন্ধকারের খোলস থেকে বেরিয়ে
তোমাকে পেতে চাই পৃথক করে,
আলোর পথে চিরদিনের সঙ্গী করে।
আমি দুহাত পাতি
ভালোবাসার অবগাহনে….
সেই স্রোতস্বিনী নদীতে নিজেকে ভাসাবো বলে
আমি ঝাঁপ দেই দ্বিধাহীন তোমার চোখের নদীতে।

পূর্ববর্তী নিবন্ধসত্যই সুন্দর
পরবর্তী নিবন্ধপাথরচাপা সূর্য