সত্যই সুন্দর

রত্না বনিক | রবিবার , ৯ মে, ২০২১ at ৭:০০ পূর্বাহ্ণ

আয়রে হাসি আয়রে খুশি
আয়রে সবার মনে
বিষণ্নতার মেঘ সরাতে
আয়রে ক্ষণে ক্ষণে।

আয়রে আলো ঝলোমলো
সব মন্দ বাঁধার
আয়রে পথের কাঁটা হতে
ঘুচিয়ে দিতে আঁধার।

আয়রে ভালো,সব খারাপের
আয়রে শত্রু হতে
সবাই যেন চড়তে পারে
সুখের জয়রথে।

আয়রে সত্য, মিথ্যার জাল
আয়রে ছিঁড়ে দিতে
সত্য বিনা সুন্দর কিছু
নেই যে ধরণীতে।

পূর্ববর্তী নিবন্ধমনের জলরঙা অন্ধকারে
পরবর্তী নিবন্ধমন্দাকিনী