মনোবল চাঙা রেখে কাজ করার আহ্বান চেয়ারম্যানের

বন্দর দিবস

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বন্দর দিবস উপলক্ষে পতাকা উত্তোলনকালে বলেছেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হবে। তিনি দেশের স্বার্থে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মনোবল চাঙা রেখে স্বাস্থ্যবিধি মেনে নিরলস কাজ করার আহ্বান জানান। গতকাল রোববার ১৩৪তম বন্দর দিবস পালিত হয়। তবে এবার জাতীয় পতাকা উত্তোলন ছাড়া অন্যকোনো কর্মসূচি পালন করা হয়নি। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে বন্দর দিবসের কর্মসূচি পালিত হবে।
বন্দর ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনকালে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, সরকার ঘোষিত লকডাউন চলাকালে বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা দেশের সাপ্লাই চেইন নির্বিঘ্ন রাখার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নৌপরিবহন প্রতিমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২৪ ঘণ্টা ৭ দিন কাজ করে যাচ্ছেন। এজন্য বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই সময় বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলমসহ বন্দরের সদস্যবৃন্দ, বিভাগীয়প্রধান ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবরকলে ইউএনওর স্পিডবোটের ধাক্কায় প্রাণ গেল তরুণের
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা