মনে পড়ে

তৃষা দাশ প্রিয়া | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২০ at ৫:৪২ পূর্বাহ্ণ

প্রতিটি মানুষের জীবনেই কিছু বিশেষ বিশেষ মানুষের কিছু অবদান থাকে। আর তখন সেই মানুষগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন নিজেকে খুবই অসহায় মনে হয়। আমার জীবনের বিশেষ মানুষগুলোর মধ্যে আরো একজনকে হারালাম ২২ সেপ্টেম্বরে। সেই মানুষটি আমার দাদু (বাবার বাবা)। ২০১৩ সালে হারিয়েছিলাম আরেক দাদুকে (মা’র বাবা)। তখনের শোকটা কাটাতে পেরেছিলাম এই দাদু ছিল বলে। কিন্তু এখনতো আর কেউ নেই কিভাবে ভুলে থাকবো আপনাদের! আমার চশমা দেওয়া নিয়ে হাসিঠাট্টা করতেন বলে আমার খুব রাগ হতো। আপনি চলে যাওয়ার ৪ দিন আগে চশমাটা পরেছিলেন, হাসতে হাসতে বলেছিলেন “তোমার চোখের সমস্যা আছে”। শেষ বার গান শুনিয়েছিলেন “ম্যরা জুতা হ্যে জাপানি”। আমি বাসায় গেলে আপনি সাথে সাথে দাদু বলে ডেকে উঠতেন। শেষ দুটো বছর আপনার সাথে কাটানো সময়গুলো আজ শুধুই স্মৃতি। এখনো মনে পড়ছে আপনার সাথে বলা শেষ কথাগুলো। হাসপাতালে যাওয়ার আগে আমাকে আপনার প্রতিদিনের ব্যবহারের আর খুব পছন্দের ঘড়িটি আমার কাছে রেখেছিলেন, বলেছিলেন যেন কাউকে না দিতে যত্ন করে রাখতে আপনি হাসপাতাল থেকে ফিরে ঘড়িটা পরবেন। আমি ঘড়িটা যত্ন করে রেখেছি, কিন্তু… আপনি ভালো থাকবেন দাদু এটাই প্রার্থনা ভগবানের কাছে।

পূর্ববর্তী নিবন্ধছেলেবেলার বয়স কিন্তু দুরন্তপনার
পরবর্তী নিবন্ধদারিদ্র্যের প্রান্তসীমায় দাঁড়িয়ে ১৫ কোটি শিশু